প্রকাশিত: Wed, Aug 9, 2023 5:19 PM আপডেট: Sat, Dec 6, 2025 2:17 PM
[১]কলাপাড়ায় টানা বর্ষণে ফসলি জমি-মাছের ঘের পানির নীচে
আতকিুল আলম সোহলে : [২]অতি বৃষ্টিতে তলিয়ে গেছে গ্রামের পার গ্রাম। ডুবে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার ১২ টি ইউনিয়নের হাজার হাজার মানুষ।
[৩]পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কাঁচা কিংবা অর্ধপাকা রাস্তাঘাট ডুবে রয়েছে। কৃষকরা জানান, গত এক সপ্তাহ ধরে আমন বীজতলা পানির নিচে তলিয়ে থাকায় তা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ফলে এ বছর আমন ফসল পাওয়া নিয়ে শংকিত হয়ে পড়েছেন তারা। [৪]একইসঙ্গে জলাবদ্ধতায় বর্র্ষাকালীন সবজিসহ অন্যান্য সবজির ক্ষেতে পচঁন ধরেছে। দেখা দিয়েছে গো-খাদ্যের চরম সংকট। আবার অনেকেই আশে-পাশের অপেক্ষাকৃত উচুঁস্থানে গরু-ছাগল নিরাপদে রেখেছেন।
[৫]ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাদা পারভেজ টিনু মৃধা বলেন, অতি বৃষ্টিতে প্রায় ২শতাধিক মাছের ঘের ও ২ হাজার পুকুর পানিতে ডুবে গেছে। এছাড়া বিভিন্ন স্থানে রাস্তা তলিয়ে রয়েছে।
[৬]উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, বৃষ্টির পানি যাতে দ্রুত সারানো যায় সেজন্য স্লুইজ গুলো ওপেন করা চেষ্টা চলছে।